ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৬) উত্ত্যক্ত করার ঘটনায় ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে কিশোরীর মা। তবে এ মামলায় কাউকে আসামী করতে না পারলেও অঙ্গাতনামা আসামী হিসেবে রয়েছে ৩/৪ জন।
মঙ্গলবারে (২০ আগস্ট) এই ঘটনা ঘটলেও থানায় ২৪ আগস্ট শনিবার সকালে মামলা দায়ের করে কিশোরীর মা।
এ নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত মহলে আলোচনার ঝড় চলছে। এ নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে যে, কিশোরী প্রকৃত পক্ষে ধর্ষণ হয়েছে নাকি তাকে শ্লীলতাহানি হয়েছে, তা নিয়ে চলছে ধু¤্রজাল।
এলাকাবাসী ও থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা গেছে, ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন কিশোরটি ঘরের কাউকে না জানিয়ে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ওই ইউনিয়নের তুলাতলি বাজার এলাকায় স্থানীয় লোকজন তাকে বিমর্ষ অবস্থায় উদ্ধার করে বাবা-মায়ের কাছে তুলে দেয়। পরবর্তীতে দু’দিন পর কিশোরীটি তার মায়ের কাছে ওই রাতে তাকে উত্ত্যক্ত করার কথা জানায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কিশোরীর মা দাবি করেন আমার এই অসহায় ভারসাম্যহীন মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে আমি তাদের বিচার চাই।
অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছ’ক কয়জন জানায়, কয়েক যুবক মিলে ওই কিশোরিটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে তারা দাবি করছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, থানায় মামলা দায়েরের পর কিশোরীটির ২২ ধারায় জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্যে চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।
এদিকে ফাতেমা তুজ জোহরা নামে এক তরুণী বিষয়টি ফেসবুক লাইভ করে এবং ভিডিওটি ভাইরাল হয়।
প্রতিবেদক- শিমূল হাছান, ২৬ আগস্ট ২০১৯