হাজীগঞ্জ

সড়কে ছয় খুঁটি আমলে নিচ্ছে না চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি

চাঁদপুরের দুইটি সড়কে ছয়টি খুঁটি বসালো চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সড়ক সংশ্লিষ্ট বিভাগের দেয়া নোটিশের তোয়াক্কা না করেই বিদ্যুতের লাইন সম্প্রসারণ করানো হচ্ছে।

সড়কটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল-রামপুর-নারায়ণপুর সড়কের রামপুর বাজারে চারটি বিদ্যুতের খুঁটি ও রামপুর-নওহাটা সড়কের উপর দুইটি বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। খুঁটিগুলো কমপক্ষে আরো ছয় ফুট দূরত্বে বসানোর জন্য পরিপত্রে মাধ্যমে অনুরোধ করেছেন হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১ আগস্ট) তিনি জানান, বলাখাল-রামপুর বাজার সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। শিগগির সড়কটি সংস্কার করার সময় দুই পাশে দুই ফুট করে বৃদ্ধি করা হবে। এছাড়া রামপুর-নওহাটা সড়কের পিচ ঢালাইয়ের কাজ শিগগির শুরু হবে। অথচ সড়কের উপর নতুন করে ছয়টি বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারকে একটি পরিপত্র দেয়া হয়েছে।

৪নং কালচোঁ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বিদ্যুতের ছয়টি খুঁটিগুলো বসানো হয়েছে। এখন বিদ্যুতের লাইনের কাজ চলছে। রামপুর বাজার ব্যবসায়ী সমিতির জনৈক ব্যবসায়ীর স্বার্থে এই খুঁটিগুলো সড়কের উপর বসানো হয়েছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক তালুকদার। বিদ্যুতের খুঁটিগুলো যথাস্থানে বসানো হলে তার মার্কেট ও ব্যবসার ক্ষতি হবে। তাই রামপুর বাজারের সড়কের উপর চারটি খুঁটি বসানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলছেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ একগোঁয়ামী করেই দায়সারা কাজ করছে। জনবহুল এই সড়কের কথা চিন্তা না করে তারা খুঁটিগুলো বসানো ঠিক হয়নি।

রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক তালুকদার মুঠফোনে চাঁদপুর টাইমসকে বলেন, এখানে আমি কোন প্রভাব বিস্তার করিনি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ ভালো জানেন।

রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মানিক বলেন, জনস্বার্থে খুঁটিগুলো সরানো উচিত।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও প্রকৌশলী যেভাবে বলেছেন, সেভাবেই কাজ করছি।

জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) চাঁদপুর টাইমসকে বলেন, সড়ক সংস্কার হলে ওই সময় খুুঁটিগুলো সরকারি খরচে সরানো হবে। তবে এখন সরানো বা কাজ বন্ধ রাখা যাবে না।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, ১ আগস্ট ২০১৯

Share