Home / সারাদেশ / নিয়ন্ত্রণে এসেছে খিলগাঁও বাজারের আগুন
Fire
প্রতীকী ছবি

নিয়ন্ত্রণে এসেছে খিলগাঁও বাজারের আগুন

রাজধানীর খিলগাঁও রেললাইনের পাশের কামারপট্টি কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে সেখান থেকে কোনপ্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৩ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে লাগা এ আগুনে কয়েকটি দোকান পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে।

এদিকে খিলগাঁও কামারপট্টি কাঁচাবাজারে মুদি দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। তবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খিলগাঁও ফায়ার স্টেশনের ফায়ারম্যান মাহবুব ইসলাম গণমাধ্যমকে বলে, ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট সেখানে কাজ করেছে। ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ আগুন নেভাতে সহায়তাও করেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসছে।

এর আগে বুধবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।বিডি২৪লাইভ

বার্তা কক্ষ
৪ এপ্রিল,২০১৯