Home / সারাদেশ / ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাসা বাড়ি পরিস্কার রাখুন : ডিসি মাজেদুর রহমান
ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাসা বাড়ি পরিস্কার রাখুন : ডিসি মাজেদুর রহমান

ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাসা বাড়ি পরিস্কার রাখুন : ডিসি মাজেদুর রহমান

চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন, ‘ডেঙ্গু মশা মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করে। কারণ এ মশার খাদ্যই হচ্ছে মানুষের রক্ত। এটি এখন সারাদেশে বিস্তার করছে। এ মশা থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের বাসা বাড়ির আঙ্গিনা সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনভাবেই বাড়ির আশ-পাশে ময়লা আবর্জনা থাকতে পারবে না। চাঁদপুর জেলা প্রশাসন এ বিষয়ে অনেক আগ থেকেই কাজ শুরু করেছে।’

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৩ টায় চাঁদপুর লঞ্চঘাটে দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সরকারের অন্যান্য দপ্তরগুলো এ অভিযানে কাজ করছেন। সাংবাদিক সমাজকে অনুরোধ করবো তারা যেন এ বিষয়ে সচেতনতামূলক প্রচার করুন।

স্কাউটদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ ছাত্রদের মধ্যে যারা স্কাউট সদস্য তারা খুবই সচেতন। অন্য ছাত্ররা তোমাদের আশপাশে হাটলেও অনিয়ম তাদের চোখে পড়ে না। যা খুব সহজেই একজন স্কাউট সদস্য অনুধাবন করে। তোমরা সব সময় সচেতনতামূলক এগিয়ে আসো।’

উদ্বোধন অনুষ্ঠানের শেষে বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,‘স্কাউট সদস্যদের মধ্যে যারা উপস্থিত হয়েছো, তোমরা নিজেদের বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখবে এবং অন্যদেরকে করার জন্য উৎসাহিত করবে। যাতে করে চাঁদপুরে এডিস রোগে আক্রান্ত হয়ে কোনো লোক না মারা যায়। তোমরা আমাদের কাজে আজকে যেমন সহযোগিতা করলে, আগামিতে এ ধরনের তোমাদের সহযোগিতা পাব আশা করছি।’

উদ্বোধন শেষে প্রথমেই জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তার লঞ্চঘাটে পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। পরে লঞ্চঘাট থেকে সচেতনতামূলক একটি র‌্যালি বের হয়ে শহরের কালীবাড়ি কোর্ট স্টেশন এবং পরে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের দু’পাশের ব্যবসায়ীদের সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর ইমরান হোসেন সজিব,পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক এ.এইচ.এম রাশেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর নৌ থানার ওসি মো.আবু তাহের,নৌ-নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক শহীদুল ইসলাম, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, সহকারী পরিচালক দয়াময় হালদার, স্কাউট লীডার গোলাম মেহেদী মাসুদ, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী,আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন প্রমূখ।

বার্তা কক্ষ
২৬ জুলাই ২০১৯

More