চাঁদপুরে হাজীগঞ্জে মাদক থেকে ফিরে আসা সদ্য পৌর উপ নির্বাচনে বিজয়ী কাউন্সিলর কাজী দুলাল মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা নেয়ার পথে তিনি হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২ টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার অবস্থা বেঘতিক দেখে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।
কাজী দুলাল ভালো হওয়ার প্রত্যয় নিয়ে মানব সেবায় নিজেকে নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করেন। গত দুই মাস পূর্বে হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড উপ- নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়।
বুধবার দুপুর ২ টায় হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনেক মুসল্লি উপস্থিত ছিলেন।
দুলাল গত ১২ মে নিজেই পরিবার পরিজন নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরের কাছে এসে আত্মসমর্পণ করলে তাকে ফুল দিয়ে বরণ করে পুলিশ প্রশাসন।
ওই সময়ে তৎকালিন পুলিশ সুপার জিহাদুল কবির জানিয়েছিলেন, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাজী দুলাল ১৯৯৬ সাল থেকে হাজীগঞ্জসহ চাঁদপুরে ফেন্সিডিল ও ইয়াবা বেচাকেনার কারবার চালিয়ে আসছিলেন, এখন তিনি ভালো পথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
পরবর্তীতে গত ৩১ জুলাই হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড উপ-নির্বাচনে ২৪০১ জন ভোটারের মধ্যে ৮০১ জন ভোটার কাজী দুলালকে ভোট প্রদান করে। ভোটের হিসাব-নিকাশে জানা যায়, দুলাল ডালিম প্রতীক নিয়ে ৮০১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হন। বিজয়ী হয়ে তিনি হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ২৫ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur