চাঁদপুরে সদর উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর কোয়াটার ফাইনাল খেলা চাঁদপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ সেপ্টেম্বর বিকেলে খেলায় ট্রাইবেকারে কল্যানপুর ইউনিয়ন দলকে হারিয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন দল সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলা শেষে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বিজয়ী ও বিজীত উভয় দলের হাতে শুভেচ্ছা ক্রেস্টর তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ইউপি চেয়ারম্যান স্বপন মাহামুদ ও কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী প্রমুখ।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১৪ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur