চাঁদপুর কচুয়ায় ডুমুরিয়া গ্রামে শান্তা আক্তার নামের এক অন্ত:সত্তা গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) সকালে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের চাঁদপুরের মর্গে পাঠিয়েছে কচুয়া থানার পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্যে শান্তার শ্বাশুড়ী দেলোয়ারা বেগমকে আটক করেছেন পুলিশ। গৃহবধু শান্তা আক্তার আত্মাহত্যা করেছে, নাকি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এ নিয়ে এলাকায় মানুষের মাঝে নানান গুঞ্জন চলছে।
জানা গেছে, উপজেলার নলুয়া গ্রামের রহমত উল্ল্যাহর মেয়ে শান্তা আক্তারের সাথে প্রায় ৩ বছর পূর্বে একই উপজেলার ডুমুরিয়া গ্রামের হারুনুর রশিদের পুত্র বাহারাইন প্রবাসী রুবেল হোসেনের সাথে বিয়ে হয়। রুবেল ছুটিতে এসে প্রায় ৬ মাস পূর্বে পুনরায় বাহরাইন চলে যান বলে তার স্বজনরা জানায়।
বর্তমানে ৫ মাসের অন্ত:সত্তা গৃহবধু শান্তা আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার লাশ ঝুঁলিয়ে রাখে বলে শান্তার মা খোদেজা বেগম ও ভাই হৃদয় দাবী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, খবর পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্ট মোডাম রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।
ছবি: গৃহবধু শান্তা আক্তার ও তার ফাইল ছবি।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৭ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur