চাঁদপুর কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল,একটি বড় ছোরা ও একটি রাউন্ড ছোরা (চক্র ছোরা) উদ্ধার করেছে পুলিশ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওয়ালী উল্লাহ প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি গ্রুপ সহিংস ঘটনা ঘটতে পারে এমনি গোপন সংবাদ পেয়ে সোমবার(১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে আমি ও কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ্জাহান কামাল সংঙ্গীয় ফোর্স উপজেলার জগৎপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে জগৎপুর বাজারের ইছহাক মুন্সী মার্কেটের নিচতলায় একটি পরিত্যাক্ত দোকানঘর থেকে উক্ত দেশীয় অস্ত্র গুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, দেশীয় অস্ত্রগুলো কে বা কারা ওই দোকানে সংরক্ষণ করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং ৭০৯।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৮ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur