চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে ২য় বারের মতো মো. শাহজাহান শিশির (নৌকা), উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. মাহবুব আলম (তালা) ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা খানম (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৪ মার্চ) দিনভর উপজেলার ১শ ৯ টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের চেয়ারম্যান পদে বিজয়ী মো. শাহজাহান শিশির (নৌকা) পেয়েছেন ৪৪ হাজার ৮ শ’৭৪ ভোট । নিকটতম প্রতিদ্ধদ্ধি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন (আনারস) ৩২ হাজার ৬ শ’ ৩৬ ভোট ও জিয়াউর রহমান হাতেম (কাপ পিরিচ) ৬ হাজার ২ শ’ ৮১ ভোট ও সৈয়দ আব্দুল জব্বার বাহার ৩শ’ ৪২ ভোট পেয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. মাহবুব আলম (তালা) ৪৩ হাজার ৪শ’ ৪১ ভোট ও শাহজালাল প্রধান জালাল (উড়োজাহাজ) পেয়েছেন ৩৯ হাজার ৩শ’ ১০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা খানম (ফুটবল) (বিজয়ী) ৪১ হাজার ৬শ’ ৫৫ ভোট, মোসা. আমেনা আক্তার (কলস) ১৬ হাজার ২শ’ ২১ ভোট, সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা) ১৫ হাজার ৫শ’ ২২ ভোট ও শ্যামলী খান (প্রজাপতি) ৭ হাজার ৬শ’ ৮৪ ভোট পেয়েছেন ।
কচুয়া উপজেলার মোট ভোটার সংখ্যা প্রায় ২ লক্ষ ৬৬ হাজার। তন্মধ্যে ৮৭ হাজার ২ শ’ ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটের শতকরা হার ৩২.৮৭ %।
প্রসঙ্গত, শাহজাহান শিশির কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো পূনরায় নির্বাচিত হন।
স্টাফ করেসপন্ডেট
২৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur