Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাচার বাজারে কসাই খানার অভাবে দূর্ভোগ চরমে
Kosai khana

কচুয়ায় সাচার বাজারে কসাই খানার অভাবে দূর্ভোগ চরমে

চাঁদপুর কচুয়ায় ঐতিহ্যবাহী সাচার বাজারে কসাই খানা না থাকায় গোস্ত ব্যবসায়ীদের চরম দূর্ভোগে রয়েছে। দীর্ঘদিন ধরে গোস্ত ব্যবসায়ীরা নির্ধারিত স্থানে গরু জবাই করতে না পেরে ভাসমান স্থানে গরু জবাইয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,গোস্ত ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানাগেছে বাজার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাচার মধ্য বাজারের তোহা বাজারে সরকারী সেটে গোস্ত বেচা কেনার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু গোস্ত বিক্রির সরকারি সেট থাকলেও সঠিক স্থানে গরুর জবাইয়ের সেট না থাকায় যত্রতত্র গরু জবাই করা হয়।

সাচার বাজারের গোস্ত ব্যবসায়ী আব্দুল মালেক, মোহাম্মদ হোসেন, মো. জাকির হোসেন বলেন, একটি নির্ধারিত জায়গায় গরু জবাইয়ের স্থান হলে আমাদের অনেক উপকার হতো। ভালোভাবে ব্যবসা ও পরিশুদ্ধ ভাবে গরু জবাইয়ের জন্য একটি নির্ধারিত স্থান পেতে স্থানীয় প্রশাসনসহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি।

এ ব্যাপারে বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. সালাউদ্দিন ভূইয়া হিরা ও সেক্রেটারী সেলিম কবীর বলেন, সাচার বাজারের গরুর গোস্ত ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থানে গরু জবাইয়ের একটি স্থান সময়ের দাবি হিসেবে পরিনত হয়েছে। সাচার বাজার বর্নিক সমিতির সভাপতি জাকির তালুকদার বলেন বিষয়টি গোস্ত ব্যবসায়ীরা আমাকে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে।

স্থায়ী ভাবে গরু জবাইয়ের স্থান হলে অনেক ভালো হবে। ব্যবসায়ীদের স্বার্থে স্থায়ী গরু জবাই করন স্থান নির্ধারন করতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

অপর দিকে সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসএম আলী আশ্রাফ প্রধান বলেন, বিষয়টি অনেক ধরে ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছেন। নির্ধারিত জায়গায় গরু জবাইয়ের স্থান নির্ধারনে আমার সহযোগিতা থাকবে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৬ এপ্রিল,২০১৯