চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ দু’উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তিতে দিনব্যাপি আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে ।
দুই পর্বে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বইছে এবং প্রস্তুতি শেষ হয়েছে।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রবাসী মো. জাকির হোসেন প্রধানীয়ার সার্বিক আয়োজনে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মাঈনুল হাসান, ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: হাদী মিয়া,মো: মানিক হোসেন প্রধানীয়া, রফিকুল ইসলাম লালু, জেলা পরিষদের সদস্য মো: বিল্লাল হোসেন, প্রমুখসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানকে সফল করে তুলতে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মোহন সরকার।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১২ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur