চাঁদপুর কচুয়ায় সফিবাদ গ্রামে প্রবাসীর স্ত্রী ও গ্রাম্য চিকিৎসক কে নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নানা কুৎসা-রটনার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা সমাজে মুখ দেখাতে পারছেনা বলে জানায়। এলাকার একটি কতিপয় কুচক্র মহলের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ের সফিবাদ ভোলার বাড়ীর অধিবাসী মো.মোসলিম মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. জসিম উদ্দিনের স্ত্রীর পেটে গ্যাস জনিত কারণে অসুস্থ হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ডাক্তার প্রদীপ চন্দ্র সরকার ঔষধপত্র দিতে আসলে এলাকার একটা কুচক্র মহল পূব পরিকল্পিত ভাবে তাকে আটক করেন। শারীরিক নির্যাতন করে নগদ বেশ কিছু টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।
এছাড়া প্রবাসীর স্ত্রী’কে নিয়ে নানা সমালোচনা ও গুজব ছড়ায়। ফলে লজ্জায় বাধ্য হয়ে দুই সন্তানের জননী তার পিতার বাড়িতে চলে যায়।
বর্তমানে সমালোচনা কারীদের কুৎসা-রটনোর কারণে ওই নারী ও ডাক্তার নিজ বাড়ীতে ও কর্মস্থলে আসতে পারছে না।
এ ব্যাপারে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক প্রদীপ চন্দ্র সরকার বলেন, আমি কিছু লোকের ষড়যন্ত্রের স্বীকার। সেদিন আমাকে অহেতুক হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার করে একদল কুচক্রী লোক।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
১৩ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur