চাঁদপুর কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের মিলনায়তনে ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইব্রাহীম খলিল বাদল ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ঢাকা আইডিবি’র ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক শামছুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, জাপান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি নাছির উল্যাহ,সাধারন সম্পাদক মোঃ শাকিল হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ২০১৫-১৬ শিক্ষা বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন ও বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ১ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur