Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে ১ কোটি ১০ লাখ টাকার বাজেট ঘোষণা
bajet..

কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে ১ কোটি ১০ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর কচুয়ায় ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ২০১৯-২০২০ নতুন অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার(২৯ এপ্রিল) বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন অর্থ বছরের জন্য এই ইউনিয়নে ১ কোটি ১০ লক্ষ ৫০ হাজার ৬শ টাকার বাজেট ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দারের পরিচালনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষনায় অত্যন্ত বিরল। ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ এই অসাধ্য কাজটি করায় আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাজেট ঘোষনা অনুষ্ঠান চলমান রাখার জন্য আহ্বান জানাই।

তিনি বলেন, আমি এজন্য খুশি যে আমার চাকুরী কালীন সময়ে এই ইউনিয়নকে নাম পরিবর্তনের মাধ্যমে পালাখাল মডেল ইউনিয়ন করতে পেরেছি। যার প্রশংসার দাবিদার ইউপি চেয়াররম্যান।

তিনি আরো বলেন, প্রতিটি ভালো উদ্যোগ সমাজ পরিবর্তনে সহায়তা করে। আমার বিশ্বাস চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ যেমনি ভাবে এই ইউনিয়নের নাম পরিবর্তন করে মডেল ইউনিয়ন করেছে সেভাবে এই ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করবে। তাহলে এর নামকরণ ও তার পরিশ্রম সার্থকতা পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদ উল্যাহ পাটওয়ারী। বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্øাবের সভাপতি রাকিবুল হাসান,পালাখাল বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: খলিলুর রহমান,সাবেক পুলিশ সদস্য আমির হোসেন,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র দেবনাথ,ইউপি সদস্য সফিউল খান,আব্দুল মান্নান,জহিরুল ইসলাম,আব্দুল খালেক,লোকমান হোসেন ভূইয়া। এসময় বাজার ব্যবসায়ী,সুধীজন, শিক্ষক,সাংবাদিকমহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৯ এপ্রিল ২০১৯