চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নীলিমা আফরোজের হস্তক্ষেপে খাদিজা আক্তার রিয়া (১৫) নামে এক স্কুলে পড়–য়া মেধাবী ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। সে কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও হাটমুরা গ্রামের আব্দুল হালিম মিয়াজীর মেয়ে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার হাটমুরা গ্রামের অধিবাসী আব্দুল হালিম মিয়াজীর স্কুল পড়ুয়া কন্যা খাদিজা আক্তার রিয়ার সাথে একই উপজেলার পার্শ্ববর্তী বারৈয়ারা গ্রামের জীবন মিয়ার ছেলে ইসমাইল হোসেনের সাথে বিয়ের আয়োজন করে। স্থানীয়রা জানান, বর সচিবালয়ে চাকুরি করার সুবাদে কনে পক্ষ তড়ি-গড়ি করে এ বিয়ের আয়োজন করেন।
খবর পেয়ে বৃহস্পতিবার(১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নীলিমা আফরোজের পরামর্শে একদল সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে এ বাল্য বিয়ের আয়োজন বন্ধ করেন।
কনের বাবা আব্দুল হালিম মিয়াজী ও মা মাহফুজা বেগম মেয়ের বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত রিয়াকে বিয়ে দিবেনা এবং লেখা পড়া চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৪ মার্চ,২০১৯