চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকালে কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন খান প্রধান অতিথি হিসেবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুটবল একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা। খেলাধূলার মাধ্যমে যুব সমাজ সকল অন্যায় থেকে দূরে থাকা সম্ভব । তাই এমন একটি সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকল ভালো কাজের সাথে যুব সমাজকে জড়িত থাকার আহবান জানাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান ও কচুয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আব্দুল মান্নানসহ আরো অনেকে।
এসময় ছাত্রলীগ নেতা শাহজালাল প্রধান রুবেল, মো.শরীফ মজুমদার, মো. হাসানসহ এলাকার ফুটবলপ্রেমী লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় কাদলা ফুটবল একাদশ বনাম, দেবীপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২০ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur