কচুয়া

কচুয়া খাদ্য বিভাগের ধান সংগ্রহ অভিযান শুরু

চাঁদপুরের কচুয়ায় সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ২০ মে (সোমবার) কচুয়া উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমন দে।

এসময় তিনি বলেন, কচুয়ায় কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের তালিকাভূক্ত কৃষকদের কাছ থেকে প্রতি মন ধান ১ হাজার ৪০ টাকা দরে অর্থাৎ প্রতি কেজি ধান ২৬ টাকা দামে মোট ৩ শত ৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসান হাবিব, কচুয়া বার্তার সম্পদক মো: আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাখাওয়াত হোসেন,

উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ জাহিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা, টিটু মোহন সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি দেওয়ান ওয়াহিদ, সাধারন সম্পাদক প্রানধন দেব, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২০ মে ২০১৯

Share