চাঁদপুর কচুয়ায় চাঙ্গিনী গ্রামে এডভোকেট মো.আবু ইউসুফের মাছের মৎস্য খামারে শত্রুতার জের ধরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার কৈ মাছের রেনু পোনা নিধনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(২১ এপ্রিল) রাতে উপজেলার চাঙ্গিনী গ্রামের পাটওয়ারী বাড়ীর অধিবাসী, কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এডভোকেট মো.আবু ইউসুফ পাটওয়ারীর মালিকানাধীন বাড়ির পাশে নতুন মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে।
ওই মৎস্য প্রজেক্টের ম্যানেজার মোস্তফা কামাল বলেন, প্রায় দু’মাস পূর্বে ৭২ শতাংশ জমিতে নির্মাণাধীন আমাদের ৩টি খামারে ৩ লক্ষ হাইব্রীড জাতের কৈ মাছের রেনু চাষ করি।
কিন্তু গতরাতে কেবা কাহারা শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে মারাত্মক ক্ষতিসাধন করে। এতে আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি দাবি করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,কৈ মাছের রেনু গুলো পুকুরে ভেসে রয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারটি হতাশায় ভেঙ্গে পড়েন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত এডভোকেট মো.আবু ইউসুফ পাটওয়ারী বলেন, আমি পেশাগত কারনে ঢাকায় রয়েছি। আমাকে হতাশা ও ক্ষতিগ্রস্থ করতে একটি বিশেষ মহল আমার খামারে বিষ দিয়ে রেনু নষ্ট করেছে।
এ ঘটনায় কচুয়া থানায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২১ এপ্রিল ২০১৯