কচুয়া

কচুয়ায় উপজেলা নির্বাচনে সক্রিয় আওয়ামী লীগ নিষ্ক্রিয় বিএনপি

একাদশ জাতীয় নির্বাচন শেষ না হতেই চাঁদপুরের কচুয়ায় এবার উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া পাড়া মহল্লায় বইতে শুরু করেছে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ায় আশায় দৌড়ঝাপ শুরু করেছেন।

তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মাঠে দেখা গেলেও বিএনপি’র প্রার্থী হিসেবে কাউকে দেখা যায়নি। অনেকের মতে দলীয় প্রতীকে নির্বাচন হলে যিনি দলীয় একক প্রতীক পাবেন তিনিই জয়ের ব্যাপারে এগিয়ে থাকবেন।

সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, শাহবাগ থানা আ’লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক ইসহাক সিকদার, উপজেলা আ’লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক,আ’লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, মো. হুমায়ুন কবির ও বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন মজুমদার মেহেদী।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান, যুগ্ন সম্পাদক মো. শাহপরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদীকা তাসলিমা চৌধুরী,সহ-সভানেত্রী হাসিনা আক্তার মঞ্জু ও সুলতানা খানম প্রমুখ।

সব মিলিয়ে আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে একক মনোনয়ন কে পাচ্ছেন, এদিকেই তাকিয়ে আছে পুরো উপজেলাবাসী।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৭ জানুয়ারি,২০১৯

Share