Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুরে শ্রেষ্ঠ রোভার গ্রুপ কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ
kachua college rover group

চাঁদপুরে শ্রেষ্ঠ রোভার গ্রুপ কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সনদপত্র ও সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ (কলেজ) রোভার গ্রুপ নির্বাচিত হয়েছেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে সম্মননা স্মারক ও সনদপত্র গ্রহন করেন কলেজের অধ্যক্ষ শাহ. মো. জালাল চৌধুরী।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসনে খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউদ্দিনসহ পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি, ৯ আগস্ট ২০১৯