Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
Siser & mahbub

কচুয়ায় ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

তৃতীয় ধাপে রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হন মো.শাহজাহান শিশির।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পৌর যবলীগের সভাপতি মো.মাহবুব আলম ও উপজেলা মহিলা লীগের সহ-সভানেত্রী সুলতানা খানম নির্বাচিত হয়েছেন।

সোমবার(২৫ মার্চ) উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবনে তাদের ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

এসময় নেতা কর্মীদের ভালোবাসা ও ফুলে ফুলে স্নিগ্ধ হন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মো.মাহবুব আলম।

একই দিন দুপুরে গুলবাহার আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানমকে কচুয়া উপজেলা মাধ্যমিক বেসরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় কচুয়া উপজেলা মাধ্যমিক বেসরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মোহন, বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন গোহাগ, দারাশাহী- তুলপাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সাদেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে এমনি ভাবে বিভিন্ন স্থানে দলীয় নেকাকর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরন ও আনন্দ উৎসবে মেতে পড়ার খবর পাওয়া গেছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৫ মার্চ,২০১৯