বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর কচুয়া উপজেলার আওতাধীন সাচার ডিগ্রি কলেজ শাখা ও ৫ ইউনিয়ন শাখাসহ ৬টি ইউনিটের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুধবার(২৭ মার্চ) কচুয়া উপজেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিলুপ্তকৃত শাখা গুলো হচ্ছে, সাচার ডিগ্রি কলেজ শাখা, ৪নং পালাখাল মডেল ইউনিয়ন শাখা, ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন শাখা, ৭নং সদর ইউনিয়ন শাখা, ৮নং কাদলা ইউনিয়ন শাখা, ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন শাখা ও ১২ নং আশরাফপুর ইউনিয়ন শাখা।
কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইব্রাহীম খলিল বাদল ও সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ স্বাক্ষরিত স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, বিপুপ্তকৃত ইউনিট গুলোতে ছাত্রলীগের আরো কার্যক্রম গতিশীল ও নতুন করে কমিটি গঠনের লক্ষে আগামি ২ এপ্রিল হতে সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের কাজ থেকে জীবন বৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র নেয়া হবে।
স্টাফ করেসপন্ডেট
২৭ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur