হাজীগঞ্জ

হাজীগঞ্জে হাঁটু কাদায় কাঁচা সড়কে চরম দুর্ভোগ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া- রাজারগাঁও সড়কটির দৈর্ঘ ৭ কিলোমিটার। এ সড়কের নব্বই শতাংশ পথ পাকা হলেও ৭শ’ মিটার পথ কাঁচা রয়ে গেছে। তাই সামান্য বৃষ্টিতে সড়কটিতে একহাঁটু কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

চাঁদপুরের হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর উপজেলার সংযোগ সড়ক এটি। পৃথকভাবে সড়কটির মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার প্রায় ৯০ ভাগ পাকাকরণ সম্পন্ন হয়েছে। কিন্তু জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিতে মাত্র ৭শ’ মিটার কাঁচা রয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজীগঞ্জ উপজেলার পশ্চিম- দক্ষিণ রাজারগাঁও গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার ধলাইতলী গ্রামের পাশ দিয়ে যাওয়া অংশটি কাঁচা।

স্থানীয় বাসিন্দা আলমগীর কবির বলেন, সড়কে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ ও শতাধিক যানবাহন যাতায়াত করে। সড়কের নব্বই ভাগ পাকা করা হলেও মাত্র ৭শ’ মিটার কাঁচা রয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই এখানে এক হাঁটু পরিমাণ কাদা জমে যায়।

হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. আব্দুল হাদী বলেন, অতি দ্রুত সড়কের বাকি অংশ পাকা করা হবে।

Share