চাঁদপুরসহ ৮ জেলার অংশ গ্রহনে ৩ দিনব্যাপি জাতীয় কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের বড় স্টেশন মোলহেডে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এ খেলাটি এক সময় গ্রাম-গঞ্জে খুবই জনপ্রিয় ছিল। বর্তমানে কাবাডি খেলাটি বিলুপ্তির পথে। গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি খেলা নতুনপ্রজন্মের ছড়িয়ে দিতেই এ প্রতিযোগিতার আয়োজন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন স্বাগতিক চাঁদপুর জেলা বনাম হবিগঞ্জ জেলা দল। এতে চাঁদপুর জেলা দল ৫৮-৩৫ পয়েন্টে হবিগঞ্জ জেলা দলকে পরাজিত করে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশগ্রহনকারী জেলাগুলো হচ্ছে-চাঁদপুর, হাবিগঞ্জ, সিলেট, ফেনি, নরসিংদী, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া।
শনিবার (২৭ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী জেলার মাঝে পুরস্কার বিতরণ করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
স্টাফ করেসপন্ডেট
২৫ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur