Home / ইসলাম / কাবা প্রাঙ্গণে কালো ঘাসফড়িং
kaba

কাবা প্রাঙ্গণে কালো ঘাসফড়িং

মুসলিমদের পবিত্রতম স্থান সৌদি আরবের মক্কায় কাবার প্রাঙ্গণ ছেয়ে গেছে ঘাসফড়িংয়ে। শুক্রবার সকাল থেকেই পালে পালে আসতে থাকে ফড়িং।

জুমার দিনে বিপাকে পড়েন মুসল্লিরা। পরিচ্ছন্নতাকর্মীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে এসব পতঙ্গ পরিষ্কারে। পতঙ্গ দমনে ব্যবহার করা হচ্ছে কীটনাশক।

ডাকা হয়েছে কীটপতঙ্গ দমন বিশেষজ্ঞদের। কর্মকর্তারা জানিয়েছেন, কালো ঘাসফড়িং দমনে ২২টি দলে ভাগ হয়ে ১৩৮ জন কাজ করছেন। তাদের কাছে রয়েছে ১১টি বিশেষ ধরনের যন্ত্র।

ইসলাম ডেস্ক
১৩ জানুয়ারি,২০১৯

Leave a Reply