অনলাইন নিউজ চাঁদপুর টাইমসে গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫ টা ৩৫ মিনিটে ‘চাঁদপুরে মোটরসাইকেল রেখে ইয়াবা ব্যাবসায়ী পলায়ন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্দ জুয়েল দেওয়ান।
এক প্রতিবাদ বার্তায় তিনি জানিয়েছেন ‘উপরোক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ায় উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি জুয়েল দেওয়ান পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে অপচেষ্টার অংশ হিসেবে স্বার্থান্বেষী মহল বা ব্যক্তি উক্তরূপ অপপ্রচার ও অপবাদ করতেছে। সংবাদে প্রকাশিত তথ্যগুলো সঠিক নয়।
সঠিক তথ্য হলো পূর্ব শত্রুতার জেরে চলন্ত গাড়িতে হামলা করে স্থানীয় একটি মাদকসেবী গ্রুপ। তাদের থেকে বাঁচতে আত্মরক্ষায় দৌড়ে পালাই। পরে তারা আমার গাড়ি ভাংচুর করে পুলিশে দিয়ে দেয়।
আমার শক্রুপক্ষ অন্যায় লাভের আশায় উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদেরকে ভুল তথ্য পরিবেশন করে।
তারা মিথ্যা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে আমাকে সমাজের কাছে খাটো করতে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য সংবামাধ্যমকে দিয়েছে। এতে আমার সামাজিক মানসম্মান ক্ষুন্ন হয়েছে। বিষয়টিতে আমি কোনোভাবেই জড়িত নয় এবং ছিলাম না। এর সঠিক তদন্ত দাবি করছি।
প্রতিবেদকের বক্তব্য : চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও উপস্থিত মানুষজনের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। কারো সম্মানহানির উদ্দেশ্যে ছিলো না।
প্রেস বিজ্ঞপ্তি