চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রায় ১৩ বছর আগে মাদকসহ আটক তাহেরা বেগম (৫৫) নামে এক নারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৩ নভেম্বর) চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত তাহেরা বেগম কুমিল্লা জেলার কোতোয়ালী থানার দৌলতপুর গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১ ডিসেম্বর দুপুর আড়াইটায় পুলিশ লঞ্চঘাটে তাহেরা বেগমের দেহ তল্লাশি করে ২৩ বোতল ফেন্সিডিল জব্দ করে। পরে তাকে আটক করে পুলিশ। এই ঘটনায় ওইদিনই চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
একই মাসের ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান আদালতে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্যাহ বলেন, মামলাটি দীর্ঘ ১০ বছর চলাকালীন সময়ে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন। মামলার রায়ের সময় আসামী তাহেরা বেগম পলাতক ছিলেন।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ১৩ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur