ফরিদগঞ্জ

যে কোনো স্থানে প্রশ্ন করার ‘ক্ষমতা’ দিলেন সাংসদ শফিকুর রহমান

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দ্যেশে সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, ‘আমি অনুমতি দিলাম আপনারা রাস্তায় আমায় প্রশ্ন করবেন, জনসেবায় এসে আমাকে প্রশ্ন করবেন, আপনি এমনটা কেন করলেন , এই ক্ষমতা আমি আপনাদের দিলাম। একটা ইস্পাতদৃঢ় ঐক্য আমাদের দরকার।’

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা যুবলীগের আয়োজনে ১১ নভেম্বর (সোমবার) বিকালে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, গতিশীলতা করার লক্ষে বিশাল এক যুব সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আয়োজিত সভায় উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ও কমিনিউটি পুলিশিং এর সভাপতি মো.হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি।

প্রধান অতিথি মুহম্মদ শফিকুর রহমান এমপি তার বক্তব্যে বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ভাইকে আমি খুব কাছ থেকে দেখছি, বঙ্গবন্ধুর বুকে গুলি চালানোর আগে গুলি চালানো হয় শেখ ফজলুল হক মনির বুকে, আমি আজকের এই দিনে শ্রব্ধা বরে স্বরন করছি মনি ভাইকে।

তিনি আরও বলেন চাঁদপুরে আমাদের কয়েকজন নেতা কর্মীকে আহত করা হয়েছে, আমি একজন সিনিয়র অফিসারকে বলেছিলাম আপনার অফিসের সামনে একজন রাজনৈতিক কর্মীকে ধরে এনে বেধম পিটালো আর আপনি তাকিয়ে দেখলেন আর আপনার বাহিনী তাকিয়ে দেখল , তিনি উত্তর দিলেন এটা আপনাদের রাজনৈতিক ব্যাপার রাজনৈতিকভাবে সমাধান করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মেয়র মাহ্ফুজুল হক, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, পৌর আ’লীগের সভাপতি ও (বিআরডিবি’র) চেয়ারম্যান মোতাহার হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বাহাউদ্দিন বাহার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সউদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারী, সদস্য সজিব আহাম্মেদ, পাবেল পাটওয়ারী, পুতুল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, জাহাঙ্গীর আলম খোকন তালুকদার, জসিম উদ্দিন মিঝি, নজরুল ইসলাম সুমন, আব্দুস ছাত্তার পাটওয়ারী, জানিবুল হক জুয়েল, সাহাবুদ্দিন টিপু,শরীফ খান,নাছির হাওলাদার, পারভেজ আহাম্মদসহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক : মো. শিমুল হাছান, ১১ নভেম্বর ২০১৯

Share