চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনার ভাঙ্গনস্থান পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির ভাই জে আর ওয়াদুদ টিপু।
তিনি ৯অগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভাঙনস্থান পরিদর্শন করেন এবং ভাঙনরোধে চলমান কাজের খোঁজ-খবর নেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা এলাকার মেঘনার যে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে তা রোধ করার জন্যে সরকারের পক্ষ থেকে যা যা করনীয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সকারের অন্তরিকতার কমতি নেই। ইতমধ্যেই ভাঙনবন্ধে দ্রুত ব্যাবস্থা নেয়া হয়েছে।
ডা. জে আর ওয়াদুদ টিপু আরও বলেন, ভাঙনের খবর পেয়ে ওইদিন রাতেই আপনাদের প্রিয় নেত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি তাঁর অসুস্থ্য স্বামীর পাশে থেকেও এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারী রেখেছেন। তিনি তাৎক্ষনিক পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিকে টেলিফোন করে এ ব্যপারের সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্যে অনুরোধ করেন। এছাড়াও তাদের ভাঙন কবলিত এলাকা সরেজমিনে এসে দেখার জন্যে অনুরোধ করেছেন।
তিনি বলেন, আপনারি নিশ্চই দেখেছেন যে, ইতিমধ্যে ভাঙনস্থান পরিদর্শন করেছেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিব। তারা চাঁদপুর হাইমচরকে নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষার জন্যে ১১শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়ে গেছে।
তিনি আরো বলেন, আপনারা জানেন যে, আপনাদের প্রিয় এমপি ও মন্ত্রী ডা. দীপু মনির স্বামী গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এজন্যে তিনি আমাকে নদী ভাঙন বিষয়টি দেখা এবং আপনাদের খোজ-খবর নেয়ার জন্যে পাঠিয়েছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর চলমান কাজ নিয়ে কথা বলেছি। ভাঙনরোধের কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই। দীপু মনি আপনাদের পাশে আছে। আপনারা যেভাবে চাইবেন, ঠিক সেভাবেই ভাঙনরোধের কাজ করা হবে। কাজের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা হবে না।
এসময় উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও হরিসভা মন্দির কমপ্লেক্স সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,
পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোঁপ,
সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ,যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আছলাম গাজী, মোশারফ হোসেন মানিক, খায়ের মিজি, কামাল হাওলাদার, উজ্জল তালুকদার, স্থানীয় যুবলীগ নেতা শাহাদাত হোসেন পাটওয়ারী, নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রতিবেদক- আশিক বিন রহিম, ৯ আগস্ট ২০১৯