Home / চাঁদপুর / ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন
Journalist fourm Dhaka

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

আগামী দুই বছরের জন্য ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিককে সভাপতি এবং বার্তা সংস্থা ইউএনবির মফস্বল সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার পলাশকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের চীফ রিপোর্টার মো. আবুল খায়ের।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক সূজিত রায় নন্দী, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মো. সোহেল রানা, নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক মো. মোস্তফা কামাল মজুমদার ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

নতুন এই কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার। সহসভাপতি হলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট আজিজুর রহমান।

এছাড়াও সিনিয়র যুগ্ন সম্পাদক এনটিভির বিশেষ প্রতিনিদি শফিক শাহীন, যুগ্ন সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, অর্থ সম্পাদক যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক সানবিডির চীফ রিপোর্টার গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদের স্টাফ রিপোর্টার এস এম জাকির হোসাইন, ক্রীড়া সম্পাদক একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইবনে নূর শাওন, জনকল্যান সম্পাদক আমাদের অর্থনীতির সিনিয়র সাব এডিটর সাখাওয়াত হোসেন মুকুলকে মনোনিত করা হয়েছে।

কার্যর্বিাহী মনোনীত হয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি আবু কায়সার, যুগান্তরের সিনিয়র সাব এডিটর জসিম উদ্দিন, এটিএন নিউজের ইমরান হোসেন সুমন, প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার আব্দুল হাই তুহিন, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী ফয়সাল।

এছাড়াও কো-অপ্ট সদস্য হলেন ইউএনবির সাবেক সিনিয়র সাব এডিটর জাকির মজুমদার, জান্নাতুল ফেরদেীস তানভী, আরেফিন শাকিল, ফরিদ উদ্দিন, সামসুজ্জামান নাঈম।

এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

প্রেস বিজ্ঞপ্তি