Home / চাঁদপুর / শিক্ষা অফিসারকে চাঁদপুর জমিয়াতুল মোদারর্রেসীনের বরণ ও বিদায়
Chandpur-Times

শিক্ষা অফিসারকে চাঁদপুর জমিয়াতুল মোদারর্রেসীনের বরণ ও বিদায়

বাংলাদেশ জমিয়াতুল মোদারর্রেসীন চাঁদপুর সদর উপজেলার আয়োজনে বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর শনিবার দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেনকে বরণ ও এ কে এম সাইফুল হককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন জমিয়াতুল মোদারর্রেসীনের নেতৃবৃন্দ।

চান্দ্রা নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এটিএম মোস্তফা হামিদির সভাপতিত্বে ও পশ্চিম সকদি মাদানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মুকবুল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ওসমানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ এ বি এম মোস্তফা কামাল,

মান্দারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নেছার আহমদ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিন, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসারা সুপার মো. জিয়া উদ্দন খন্দকার।

জমিয়াতুল মোদারর্রেসীন আয়োজিত বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও মো. মজিবুর রহমান।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ১৯ অক্টোবর ২০১৯