মতলব দক্ষিণ

সিরাজুল হক হাজরা উবিতে প্রধানশিক্ষক পদে নূরুল ইসলামের যোগদান

মতলব দক্ষিণ উপজেলায় মুন্সিরহাট বাজার সংলগ্ন সিরাজুল হক হাজরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক নূরুল ইসলামের প্রধানশিক্ষক পদে ১ অক্টোবর যোগদান করেন। তিনি মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সম্পূর্ণ নতুনভাবে মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারের উত্তর পাশে একটি মনোরম পরিবেশে সিরাজুল হক হাজরা উচ্চ বালিকা বিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে। তার নেতৃত্বে স্কুলটির পথচলা শুরু হতে যাচ্ছে ১ জানুয়ারি ২০২০ শিক্ষাবর্ষে।

মো.নুরুল ইসলাম মতলবের কলাদী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে শাহাতলী উচ্চ বিদ্যালয়ে হতে এসএসসি,১৯৬৮ সালে মতলব কলেজ থেকে এইচএসসি ও ১৯৭০ সালে বিএ পাশ করেন। ১৯৭৪ সালে মতলব জেবিতে একজন সহকারী শিক্ষক হিসেবে সর্বপ্রথম শিক্ষকতার মত মহান পেশায় যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে ঢাকা টিটি কলেজ থেকে বিএড ডিগ্রি নেন ।

তিনি ১ ফেব্রুয়ারি ২০১২ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন এবং পর পর বরদিয়া উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করে পরবর্তীতে প্রধানশিক্ষক পদে এ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ব্যাক্তিগতভাবে দু’ছেলে ও দু’মেয়ের জনক।

প্রসঙ্গত,২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার বেলা ১২ টায় ঢাকার সিদ্ধেস্বরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও এ এলাকার কৃতিসন্তান মো.সাহাবুদ্দিন আহমেদ এ বালিকা বিদ্যালয়ের উদ্বোধন করেন। বালিকা বিদ্যালয়টি মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের খুবই সন্নিকটে ও একটি জনাকীর্ণ এলাকায় প্রতিষ্ঠা হতে যাচ্ছে।

লন্ডনস্থ চ্যার্টাট একাউটেন্ড মো.সিরাজুল হক হাজরা তাঁর নিজের ব্যক্তিগত উদ্যোগে এলাকার নারী শিক্ষা বিস্তারে .২২ শত্যাংশ ভূমি বালিকা স্কুলটি প্রতিষ্ঠা করতে দান করেন। বর্তমানে একটি ভবন রয়েছে যাতে ৮টি কক্ষ আছে। এখন থেকেই এর সকল প্রয়োজনীয় কার্যক্রম চলবে।
বিশিষ্ট শিল্পীপতি,লন্ডন প্রবাসী ও খ্যাতনামা চ্যার্টাট একাউটেন্ড মো.সিরাজুল হক হাজরা তাঁর নিজস্ব অর্থায়নে এলাকার গরীব ও অসহায় পরিবারের নারী শিক্ষা বিস্তারের জন্যে স্কুলটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলাই এটি প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য।’

উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ আবদুল মালেক, মতলব দক্ষিণের মেয়র মো.আওলাদ হোসেন লিটন,মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.সাখাওয়াত হোসেন, প্রতিষ্ঠাতা পক্ষের জহিররুল ইসলাম হাজরা,আবদুল্লাহ আল মামুন হাজরা,নুর হোসেন হাজরা,সাব্বির হোসেন হাজরা,নুরুজ্জামান হাজরা,তাফাজ্জল হোসেন হাজরা,মমিনুল হক হাজরা ও ছাত্রলীগ নেতা আল আমিন হাজরাসহ স্থানীয় অর্ধশত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আবদুল গনি, ১৪ অক্টোবর ২০১৯

Share