Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সিএনজি ফিলিং ষ্টেশন চালু : কমে আসতে পারে চাঁদপুরের যানজট
JKLPG

ফরিদগঞ্জে সিএনজি ফিলিং ষ্টেশন চালু : কমে আসতে পারে চাঁদপুরের যানজট

অবশেষে ফরিদগঞ্জ থেকেই সিএনজি অটোরিকসা সহ বিভিন্ন যানবাহনের জ¦ালানী নিতে একটি ফিলিং ষ্টেশন চালু হয়েছে। এ থেকে জ্বালানি নিতে এখন প্রতিদিনিই ভিড় ভাড়ছে।

চাঁদপুর – ফরিদগঞ্জ সড়কের ভাটিয়ালপুর নামক স্থানে জে. কে. এল. পি. জি ফিলিং এন্ড কনভার্শন সেন্টারে ন্যায্য মূল্যে ওই জ¦ালানী পাওয়ায় বিশেষ করে সিএনজি স্কুটারের ভোগান্তি ও চাঁদপুর শহরে যানজট কমবে বলে চালকরা জানিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ফরিদগঞ্জ চাঁদপুর সড়কের ভাটিয়ালপুর সংলগ্ন স্থানে মনোরম পরিবেশে বিশাল আয়োজনে উক্ত ফিলিং ষ্টেশনটি স্থাপন করা হয়েছে।

সম্প্রতি এই ফিলিং ষ্টেশনটি চালু হওয়ার পর থেকেই দিনদিন এই ষ্টেশন থেকে পরিশুদ্ধ জ্বালানি সংগ্রহ করতে সিএনজি অটোরিকসা হাজির হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে এই ষ্টেশনটি চালু করার আগে প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে সরকার কর্তৃক অনুমোদন পেতে প্রয়োজনীয় ছাড়পত্র সহ চুড়ান্ত লাইসেন্সের জন্য। অবশেষে সকল প্রয়োজনীয় কাগজ পত্র হাতে পাওয়ার পর থেকে বর্তমানে যথানিয়মে ফিলিং ষ্টেশনের কার্যক্রম চলছে।

সিএনজি অটোরিকসার কয়জন চালক স্বস্থি প্রকাশ করে বলেন, তাদের যানবাহনের জ্বালানি সংগ্রহ করতে চাঁদপুর কিংবা লক্ষ্মীপুর যেতে বাধ্য হন। এখন ফরিদগঞ্জে দীর্ঘ প্রতিক্ষিত ওই ফিলিং ষ্টেশনটি হওয়ায় যানবাহনের জ্বালানি সংগ্রহ করতে এখন আর আগের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে না বলে জানিয়েছে সিএনজির চালক ও মালিকরা।

উক্ত ফিলিং ষ্টেশনটি পরিচালনা পর্ষদের এক সদস্য কামরুল বলেন, মূলত সিএনজি অটোরিকসা সহ বিভিন্ন যাহবাহনের জ¦ালানী সংগ্রহের ভোগান্তি কমাতে আমরা সর্বদাই চেষ্টা কওে যাচ্ছি। এখান থেকে পরিশুদ্ধ ও সুলভ মূল্যে জ¦ালানী বিক্রি করা হচ্ছে।

প্রতিবেদক- শিমূল হাছান, ৮ আগস্ট ২০১৯

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়েকর ভাটিয়ালপুরে চালু হওয়া ফিলিং ষ্টেশন।