কচুয়া

কচুয়ায় জুয়েল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের কচুয়ার নাউপুরা গ্রামের ফারুক হোসেনের পুত্র আজিরুল ইসলাম জুয়েল (২১) কে কুমিল্লায় নির্মমভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্দ এলাকাবাসী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাউপুরা গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে রাব্বী (২৫) ও জুয়েল কুমিল্লার পদুয়ার বাজারে ইলিক্ট্রনিক্স দোকানে কাজ করত।

জুয়েলের বন্ধু রাব্বি তাকে নিয়ে ২৯ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার গুমতি নদীর অরণ্যপুর এলাকায় ঘুরতে যায়। সেখানে রাত হওয়ার পর অরণ্যপুর হরিণাচর এলাকায় রাব্বী জুয়েলের মোবাইল চিনিয়ে নেয়ার জন্য জুয়েলের মাথার পিছনে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এক পর্যায়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে রাব্বি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরদিন ৩০ সেপ্টেম্বর কুমিল্লা মডেল থানা পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে জুয়েলের মৃতদেহ ঊদ্ধার করে কুমিল্লায় আঞ্জুমান মফিদুলে লাশ দাফন করে।

পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে কুমিল্লা আঞ্জুমান মফিদুল থেকে তার লাশ উত্তোলন করে তার গ্রামের বাড়ি নাওপুরা শুক্রবার বিকেলে দাফন করা হয়।

এ ব্যাপারে কুমিল্লা মডেল থানায় জুয়েলের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু,
৬ অক্টোবর, ২০১৮

Share