Home / চাঁদপুর / চাঁদপুর জেলা পরিষদে দরিদ্রদের ভ্যান গাড়ি ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
jela-parishad-chandpur

চাঁদপুর জেলা পরিষদে দরিদ্রদের ভ্যান গাড়ি ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি ও শারীরিক প্রতিবন্ধীদের ২৮ অক্টোবর সোমবার দুপুরে মাঝে হুইল বিতরণ করেছেন চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বেকারত্ম জাতির জন্য অভিশাপ। যার যার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। বেকারদের কর্মসংস্থানে চাঁদপুর জেলা পরিষদ সহায়তা দিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে দরিদ্র ও বেকারদের কর্মসংস্থানে বিনামূল্যে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরা ও জীবনযাপন সহজ করতে তাদেরকে হুইল চেয়ার দেয়া হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী ও মুকবুল হোসেন মিয়াজী, সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৮ অক্টোবর ২০১৯