চাঁদপুর

চাঁদপুরের ৩টি আসনে নৌকার বিপরীতে লাঙ্গলের প্রার্থী যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিজ দলের প্রার্থী তালিকা তালিকা ও মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

নির্বাচনে ১৩২ আসনে নৌকার বিরুদ্ধে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টির প্রার্থীরা।

রোববার (৯ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি মহাজোটের হয়ে ২৯টি আসনে লড়বে। এসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।

এর বাইরে জাতীয় পার্টির আরও ১৩২ জন প্রার্থী ১৩২টি আসনে লড়বেন। তবে এরা মহাজোটের প্রার্থী হিসেবে গণ্য হবেন না। এরমধ্যে চাঁদপুরের ৩টি আসনে তিন জন প্রার্থী রয়েছেন।

এরা হলেন চাঁদপুর-১ (কচুয়া) এমদাদুল হক, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) এমরান হোসেন মিয়া, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মো. মাইনুল ইসলাম।

এসব আসনে মহাজোটের লাঙ্গল ছাড়াও নৌকার প্রার্থীরা থাকছেন। জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, এই তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর, ২০১৮

Share