হাজীগঞ্জে জন্মাষ্টমী’র বর্ণাঢ্য শোভাযাত্রা,ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার (২৩ আগস্ট ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া থেকে শোভাযাত্রা বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া স্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন এনএসআই’র জেলা যুগ্ম-পরিচালক মো.আজিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড.বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক এ্যাড.রণজিৎ রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি,ডা.মানিক লাল মজুমদার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি নিহার রঞ্জন হালদার প্রমুখ।
উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি বিধু ভূষণ রায় সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুব ঐক্য পরিষদের আহবায়ক এ্যাড.সুমন দেবনাথ রাজু প্রমুখ।
জহিরুল ইসলাম জয়
২৩ আগস্ট ২০১৯
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur