চাঁদপুরে পৌর ঈদগাহ মাঠে আগামী ২২ জুন শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপি জামদানী শিল্প বাণিজ্য মেলা। ইতিমধ্যে শিল্প ও বানিজ্য মন্ত্রনালয় ও চাঁদপুর পৌরসভার অনুমতিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও মাঠজুড়ে ৫৯টি স্টল নির্মানের কাজ চলমান রয়েছে। আগামী শনিবার উৎসবমুখর পরিবেশে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ কথা জানিয়েছেন মেলায় আয়োজক কমিটির প্রতিনিধি আব্দুর রহমান সোহাগ ও মো. শিপন।
তারা জানান, জামদানী এসোসিয়েশন ইন্ডাস্ট্রির আয়োজনে দেশের বিভিন্ন জেলায় তারা এই মেলা আয়োজন করে থাকেন। তারই অংশ হিসেবে ইলিশের শহর নামে খ্যাত চাঁদপুরের মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মেলায় দেশীয় গার্মেটস পণ্য, দেশী শাড়ি, খেলনা, কসমেটিকস সহ বিভিন্ন পন্যের ৫৯টি দোকান স্থান পাবে। এছাড়াও মেলার সোন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, রং-বেরংয়ের বৈদ্যুতিক বাতি লাগানো হবে। মেলা মাঠের ভেতরে শিশুদের জন্যে ইলেক্টিক ট্রেন, ঘোড়া ও নৌকা স্থাপন করা হবে।
মেলা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজক কমিটি সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
১৭ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur