চাঁদপুর কচুয়ায় ঐহিত্যবাহী বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দীন চৌধুরী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। অতিসম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দীন চৌধুরীকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেন।
শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী ১৯৮৭ সালে হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে মহান শিক্ষকতা পেশা হিসেবে বেছে নেয়। তিনি ওই কলেজে প্রভাষক হিসেবে যোগদানের পর সহকারী অধ্যাপক ও ভারপাপ্ত অধ্যক্ষ হিসেবে টানা ২৫ বছর সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১২ সালের ০১ এপ্রিল কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বর্তমানে ওই কলেজটি ২০১৮ সালের ৮ আগষ্ট জাতীয়করণ (সরকারি) করা হয়।
শাহ মো.জালাল উদ্দীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । শাহ মো.জালাল উদ্দীন চৌধুরী চাঁদপুর সদরের মৈশাদী গ্রামে এক সম্ভ্যান্ত পরিবারে জম্ম গ্রহণ করেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় দীর্ঘ কয়েক বছর যাবৎ লেখালেখি করে আসছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘ আমি একজন শিক্ষক ; এটাই আমার বড় পরিচয়। শিক্ষক হিসেবে আমি জীবনের শেষদিন পর্যন্ত শিক্ষার্থী ও সকলের মাঝে বেঁচে থাকতে চাই । কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
৯ এফ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur