চাঁদপুরের মতলব উত্তর থানার এক মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল থেকে পলাতক আসামী মোখলেছুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর কমলাপুর রেলষ্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরের মতলব উত্তর থানায় আনা হয়। ছেঙ্গারচর এমএম কান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে তিনি।
মতলব উত্তর থানার সেকেন্ডে অফিসার এসআই মো. ইসমাইল হোসেন জানান, গত ২০১৪ সালের ৫ মে মতলব উত্তর থানায় তার বিরুদ্ধে করফুল বেগমকে হত্যার দায়ে মামলা দায়ের করা হয়। পরে ৩০২ ও ৩৭৯ পেনাল কোড ধারায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদন্ড দেন। এর কিছু দিন পরই সে জেল থেকে পালিয়ে যায়। পরে গত সোমবার গোপন সংবাদের ভিত্তি আমি ও এএসআই কাওসার হামিদ তাকে গ্রেপ্তার করি।
এছাড়াও পেনাল কোডের ৩৭৯ ধারার অধীনে চুরি করার অপরাধে আরেকটি মামলায় তিন বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোখলেছুর রহমান।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur