চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড.জাহিদুল ইসলাম রোমানের নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার(২১ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে উক্ত জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন ভূঁইয়া বলেছেন,‘একসময় ফরিদগঞ্জ ছিলো বিএনপি অধ্যুষিত এলাকা। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মনান্ডের ফসল হিসেবে এখানে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করে। ফরিদগঞ্জ এখন আওয়ামী লীগের ঘাঁটি। ২৪ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে সকল ধরনের বিভেদ ভুলে আ’লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।’
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ফরিদগঞ্জবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন,‘আমি ফরিদগঞ্জবাসীর সহযোগীতা চাই, সমর্থন চাই। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতবদ্ধ। যদি আমি আপনাদের মূল্যবান ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই কথা দিচ্ছি সব সময় আপনাদের পাশে থাকবো। জনগণের কল্যাণে কাজ করবো। ফরিদগঞ্জের কল্যাণে কাজ করবো।
তিনি বলেন,‘আমি একা নই, আপনাদের সকলের সহযোগীতা নিয়ে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত ফরিদগঞ্জ উপজেলা গড়তে চাই। শেখ হাসিনার উন্নয়ন কোন নির্দিষ্ট দলের জন্য নয়। রাস্তা পাকা হলে, বিদ্যালয়ের উন্নয়ন হলে সকল দলের লোকজন এর সমান সুযোগ সুবিধা ভোগ করবে।’
পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মাহফুজুল হকের সভাপতিত্বে এবং পৌর আ’লীগের সভাপতি মোতাহার হোসেন রতনের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লাগের সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কন্ট্রাকটার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আমির আজম রেজা।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’ লীগের সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, উপজেলা আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু, জেলা আইনজীবি সমিতির সভাপতি শেখ মো. জহির, জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দীপু প্রমুখ।
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
২১ মার্চ,২০১৯