চাঁদপুর সদরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার অর্জন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী। ২৮ অক্টোবর সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস অডিটোরিয়ামে সেপ্টেম্বর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সংকটে জনসচেতনতা সৃষ্টির জন্য শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
এদিকে একই কেটাগরিতে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার অর্জন করেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, যে কোন কাজের ধারাবাহিকতা এবং টার্গেট রেখে এগিয়ে যেতে হয়। তাহলে কাজের সফলতা আসে। টার্গেট না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে যেতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেনসহ জেলার সকল সার্কেল এএসপি, অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৮ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur