ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনা’র আয়োজনে শুহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এ.কে.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা দরবার শরীফের পীর ড. এস.এম হুজ্জাতুল্লা নকশবন্দী, এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ এইচ. এম মজিবুল হক শুক্কুর, ইসলামিক ফ্রন্ট বাংলাশে চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা’র ফরিদগঞ্জ উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
প্রতিবেদক : শিমূল হাছান, ২৮ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur