Home / চাঁদপুর / চাঁদপুরে ইন্ট্রাকো সিএনজি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার উদ্বোধন
intraco-cng-re-testing

চাঁদপুরে ইন্ট্রাকো সিএনজি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার উদ্বোধন

`বিস্ফোরণ ঝুঁকি মুক্ত থাকুন আজই সিলিন্ডার রি-টেস্ট করুন’-এ শ্লোগানে চাঁদপুরে ইন্ট্রাকো সিএনজি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের খলিশাডুলী ওয়াপদা গেইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান।

আলোচনা সভায় কোম্পানির মার্কেটেং অফিসার আল দিদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আলমগীর গাজী,জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ফয়সাল আহমেদ ভূঁইয়া, সাইফুল ইসলাম,ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মুন্সি আশরাফ আলী, জেনারেল ম্যানেজার মুকুল হোসেন,ডেপুটি ম্যানেজার মোঃ শাহিনুর আলম শাহিন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খলিসাডুলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবদুল মান্নান।

সভায় বক্তারা বলেন, সময় মত আপনারা সিএনজি রি-টেস্টিং করবেন। প্রতি পাঁচ বছর পরপর সিএনজি রি-টেস্টিং করতে হয়। অনিরাপদ ভাবে সিএনজি ব্যবহার করবেন না।কারন এটি একটি শক্তিশালী বোমার মত। তাই নিজের ও অন্যের জীবন বাঁচাতে মেয়াদ শেষের আগেই সিএনজি সিলিন্ডার রি-টেস্টং করুন।

আলোচনা সভা শেষে সিএনজি রি-টেস্টিং মেশিন উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ৬ সেপ্টেম্বর ২০১৯