চাঁদপুরে তথ্য অধিকর আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা রবিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার সুরাইয়া বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,
চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাগণ
সভায় তথ্য অধিকার আইন সর্ম্পকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদৎ হোসেইন। এসসময় তিনি উপস্থিত সবাইকে অবহিত তথ্য অধিকার সম্পার্কে ধারনা এবং তথ্য আদান প্রদান সম্পর্কে স্পষ্ট ধরণা প্রদান করেন।
শরীফুল ইসলাম
২৭ জানুয়ারি ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur