চাঁদপুর

ভারতের আইডিভিআই ম্যারাথনে যাচ্ছেন চাঁদপুরের জিয়াউর

ভারতের নয়াদিল্লীতে শুরু হচ্ছে ম্যারাথন আসর। আসছে ২৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লীতে সবচেয়ে বড় ম্যারাথন আসর এটি ।

আইডিআই ফেড়ারেল লাইফ ইন্সুরেস ম্যারাথন এবারে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন বাংলাদেশ থেকে জিয়াউর রহমান। ইতিমধ্যেই এই দৌড়বিদ ভারতে চলে গেছেন।

তিনি বাংলাদেশ দৌড় সংগঠন বিড়ি রার্নাল এর একজন নিয়মিত সদস্য। গতবছর টাটা স্টীল কলকাতা ২৫ কিলোমিটার আন্তর্জাতিক ম্যারাথন অংশ গ্রহণ করে সফল ভাবে মেডেল অর্জন করেছেন।

বাংলাদেশ এ পর্যন্ত ৩টি ম্যারাথন অংশ গ্রহণ করে মেডেল জয় করেন। তার ইচ্ছে ও স্বপ্ন ম্যারাথন অংশ গ্রহণ এর ম্যাধ্যমে বিশ্বে বাংলাদেশের পতাকা উচু করে তুলে ধরা।

দৌড়বিদ জিয়াউর রহমান তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করে প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে মাকেটিং এমবিএ সম্পন্ন করেন। তিনি এখন শেল্টার প্রোপাটিজ সলিউশন এর সিইও হিসেবে চাকরি করে যাচ্ছেন। তিনি চাঁদপুর জেলার হাইমচরে উওর আলগী গ্রামে জন্মগ্রহণ করেন।

করেসপন্ডেট
২৩ ফেব্রুয়ারি,২০১৯

Share