Home / জাতীয় / রাজনীতি / নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
Najim

নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামে একমাত্র ফটিকছড়িতেই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন নৌকার চেয়ারম্যান প্রার্থী। সেখানেই আরেক আওয়ামী লীগ নেতার কাছে হেরে বসছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন মুহুরি (নৌকা)।

১৫ হাজার ১৬১ ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচ এম আবু তৈয়ব (আনারস)।

বেসরকারি হিসাবে ৫৭ হাজার ৬০২ ভোট পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচ এম আবু তৈয়ব (আনারস)। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মুহুরি (নৌকা) পেয়েছেন ৪২ হাজার ৪৪১ ভোট।(জাগো নিউজ)

বার্তা কক্ষ
১৯ মার্চ,২০১৯