Home / চাঁদপুর / চাঁদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভূক্তকরণ প্রশিক্ষণ উদ্বোধন
training

চাঁদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভূক্তকরণ প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুরে ২ দিনব্যাপি “কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ” প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভূক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ বুধবার (৩ জুলাই ) সকালে চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র কারিগরি সহায়তায় ২ দিনব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান ।

ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নুরউদ্দীন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলার রামপুর,বাগাদী ও হানাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব ও সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, চাঁদপুরে “কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ” প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভূক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ ১০ ব্যাচের মধ্যে ৩ জুলাই ১ম ব্যাচ শুরু হয়।

প্রতিবেদক : আনোয়ারুল হক
৩ জুলাই ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই