মতলব উত্তর

মতলবে প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে চোখ জুড়ানো অর্ধশত মৌচাক

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ৯ নং জাহিরবাদ ইউনিয়নের সানকি ভাঙ্গা ৭১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চারপাশে ছাদের নীচে ও বিদ্যালয়ের বারান্দায় ৪০টি মৌচাকের বাসা বেধেছে।

হঠাৎ করে কেউ দেখলে মনে হতে পারে যেনো মৌচাকের চাষ করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আক্তার জানান,মাঝে মাঝে দু’একটি মৌমাছি আমাদের ছাত্র-ছাত্রীদেরকে কামড় দিলেও এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি।আমাদের ছাত্র-ছাত্রীরা খুব সতর্কভাবে বিদ্যালয় ক্লাস করে থাকে।’

এছাড়াও বিদ্যালয়ের মৌচাকের বাসা দেখতে এখানে শত-শত মানুষ এসে ভীড় করে।আবার কেউবা তুলছেন শখের সেলফি।আবার অনেকে ভিডিও করে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের দেখানোর জন্যে। মৌচাকের বাসা বাধাকে কেন্দ্র করে রীতিমত ওই এলাকায় বসেছে দোকানপাটও।

বিদ্যালয়ের চারপাশে ছাদের নীচে মৌচাকের বাসা নিয়েই শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস করে যাচ্ছেন। এ অবস্থায় চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে শিক্ষক-শিক্ষার্থীরা ।

স্টাফ করেসপন্ডেট
৫ মার্চ,২০১৯

Share