Home / চাঁদপুর / চাঁদপুরে ইব্রাহীম জুয়েলসহ অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশ হেফাজতে : অতঃপর…
Ibrahim-Jewel-arrest

চাঁদপুরে ইব্রাহীম জুয়েলসহ অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশ হেফাজতে : অতঃপর…

চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের ষোলঘর এলাকায় তাঁর বাণিজ্যিক কার্যালয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে থানা হেফাজতে নিয়ে যায়।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে ইব্রাহীম জুয়েল জানান, স্বাভাবিকভাবে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলা অবস্থায় হঠাৎ পুলিশের একটি টিম তার কার্যালয়ে আসে গণহারে উপস্থিত সবাইকে উঠিয়ে নিয়ে যায়।

পুলিশের বরাতে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে কে বা কারা ভুয়া অভিযোগ দিয়েছে। সে হিসেবে পুলিশ আমাদেরকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আমিসহ উপস্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার একাধিক কর্মকর্তা জানান, আটককৃতদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে কোনো অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল ছাত্রজীবন থেকেই চাঁদপুরের সামাজিক, রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ৯০এর দশকের মাঝামাঝি সময় চাঁদপুর ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে জেলা শহরে স্যাটেলাইট সেবা ও বর্তমানে প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জেলা শহরে ব্রডব্যান্ড সেবা দিয়ে আসছেন। জেলা থেকে প্রকাশিত গণমাধ্যমগুলোতেও ছাত্রজীবন থেকেই তাঁর পদচারণা রয়েছে।

এছাড়া গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে হাজারো গণমাধ্যমের ভিড়ে ডিজিটাল এই যুগে সব ধরনের পাঠক যাতে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল কিংবা স্মার্টফোন থেকে তাৎক্ষণিক খবর, ভিডিও, ছবি দেখতে পারে সে জন্যে ‘চাঁদপুর টাইমস’ চালু করেন। তিনি এ সংবাদমাধ্যমের প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে জেলার শীর্ষে থাকা এ নিউজ পোর্টালটি চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে তাঁর নিজস্ব বাণিজ্যিক কার্যালয় ফিরোজা হাফেজ শান্তি নিকেতন থেকে প্রকাশ হচ্ছে।

ভিডিও দেখুন-

পুলিশ আটক করেছে———–!

Posted by Kazi Mohammad Ibrahim Jewel on Saturday, December 22, 2018

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply